POESY : মূর্খ যখন মুখ্য হয়
মূর্খ যখন মুখ্য হয়
●●●●●●●●●●●●
মূর্খ যখন মুখ্য হয়,
গুণী তখন গোণ রয়,
সমাজ অন্ধস্রোতে বয় |
স্তাবককুলে কি বা কয়?
ত্রস্তজনের নিত্য ভয়,
দুর্জেনেরই বলে জয় |
মন্ত্রী যেথা ন্যায়পন্থী নয়,
যেথা মূল্যবোধের চরম ক্ষয়,
সেথা রাজ্য জুড়ে রিপু ছয়,
কাম, ক্রোধ-লোভ-মদ, মোহময় |
এত অপরাধ, পীড়ন কি সয়?
রোধ কর আজ, নচেৎ প্রলয় |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment