Monday, 23 August 2021

একথা, সেকথা, পাঁচকথা

একথা, সেকথা, পাঁচকথা

-----------------------------------


যতদিন না আমরা সাধারণ মানুষকে সম্মান করব, উৎসাহিত করব, অনুপ্রাণিত করব আমাদের বাক্যের দ্বারা, ব্যবহারের দ্বারা, যতদিন না এই উচ্চনীচ ভেদাভেদ দূর করব স্বাভাবিক মনুষ্যত্ব বিকাশের দ্বারা, ততদিন আমাদের দেশের মানুষের সামগ্রিক, সার্বিক উন্নয়ন মুখের কথাই হয়ে থেকে যাবে, বাস্তবায়িত হবে না | উপায় আমাদের হাতে | তা অবলম্বন করব কিনা সেটাই হল আসল কথা | গণতন্ত্র তো শুধু সাংবিধানিক, পুঁথিগত তত্ত্ব হয়ে থাকলে চলবে না, তাকে সমাজব্যবহারের দ্বারা বাস্তাবায়িত করতে হবে | তবেই মানুষের শৃঙ্খলমোচন হবে, তবেই সর্বসাধারণের জীবনের মান যথার্থ উন্নীত হবে | 


রচয়িতা : Sugata Bose (সুগত বসু)

No comments:

Post a Comment