Sunday, 2 March 2025

মহামন্ত্র আজ আর মানছে কে ?


মহামন্ত্র আজ আর 
মানছে কে ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি ততদিন আধ্যাত্মিক থাকেন যতদিন তারা 'টাকা মাটি, মাটি টাকা' এই মহামন্ত্র পালন করেন | যেদিন টাকার প্রয়োজন প্রসারিত কর্মের কারণে তপস্যার চেয়ে অধিক বলে প্রতীয়মান হতে থাকে, সেদিন আধ্যাত্মিকতা হ্রাস পায় | স্বয়ং স্বামীজীই এই সাবধানবাণী দিয়ে গেছেন | আর যতদিন তপস্যার গভীরতা থাকে, ততদিন অর্থের অনর্থক প্রয়োজনীয়তা অনুভব হয় না | 


প্রসাদবিক্রয় ভাল নয় | আধ্যাত্মিক বক্তৃতার বিনিময়ে মূল্য ধার্য করা ও সেই অনুযায়ী টিকিট বিক্রয় করা আধ্যাত্মিকতাকে কলুষিত করে | এ সবের দ্বারা ধর্মাচরণ বিঘ্নিত হয়, অধর্ম বৃদ্ধি পায় | এই সব কথা প্রকৃত সাধু মাত্রেই বুঝবেন | অর্থলোলুপ, অহংস্ফীত, বিষয়াসক্ত সামান্য জনের এ কথা বোধগম্য কদাপি হবে না |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment