Monday 18 July 2022

টাকা মাটি, মাটি টাকা


টাকা মাটি, মাটি টাকা 

------------------------


'টাকা মাটি, মাটি টাকা |' ঠাকুরের সাধনকালের এই বিখ্যাত উক্তির গভীরতা আমাদের উপলব্ধি করতে হবে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা, সাধন অবলম্বনে ও তাঁর কৃপার গুণে | তারপর তা জীবনে প্রয়োগ | বিশেষত, ধনতন্ত্রের এই যুগে যখন লোভরূপ তৃতীয় রিপু মানুষকে অমানুষে পরিণত করে চলেছে, যুগাবতারের এই বাণী মানবসমাজের দিশারী | 


মানুষ আজ পন্যে পরিণত | এমনকি আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলিও নানা প্রক্রিয়ায় অর্থসংগ্রহে আজ অতীব তৎপর | তবে কি ঠাকুরের এই ব্রহ্মবাণী আজ তার সময়সীমা অতিক্রম করে সমাজজীবনে নিষ্প্রয়োজন হয়ে পড়ল? আজ কি তাহলে "টাকা খাঁটি, খাঁটি টাকা" -- এই নবমন্ত্রের যুগ? ভাববার বিষয় কারণ শ্রীরামকৃষ্ণ তাহলে সমূলে ব্রাত্য হয়ে পড়েছেন তাঁরই অনুগামীদেরই কাছে | অথচ তিনি যুগাবতার ও রামকৃষ্ণযুগ এখনও শেষ হতে ঢেড় দেরী !


ঠাকুরের আদর্শ আজ প্রতিনিয়ত খর্ব হয়ে চলেছে | দোষ আমাদের, প্রভুর নয় | আমাদের আত্মসমিক্ষা ও আত্মসংশোধনের দ্বারা এর প্রতিকার করতে হবে | ঠাকুরের মহামন্ত্র যথাযথ মহিমায় আজও বিদ্যমান কিন্তু তার পালনে গাফিলতি আমাদেরই | আসুন, নিজেদের নতুন করে ঠাকুরের শ্রীপাদপদ্মে নিয়োজিত করি ও ভগবানের অভিপ্রায়কে কর্মানুষ্ঠানের দ্বারা সঞ্জীবিত করে স্বীয় ও সমাজজীবনকে প্রাণদান করি | বৈশ্যযুগের বর্বর লোভের সাথে যোঝার এর চেয়ে বড় উপায় আর নেই | 


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment