দুদিনের এই দুনিয়ায় কি হবে বিবাদ বিসংবাদে ? বুদ্ধিমান সময়ের অপব্যবহার না করে জ্ঞানান্বেষণে তৎপর হন | পরকালের সম্বল তো শুধু ওইটুকুই | কর্মের নির্যাসটুকুই তো সাথে যাবে |
আর আছে প্রেম -- নিষ্কলঙ্ক, অনাসক্ত, পবিত্র মানবপ্রেম |
এই জ্ঞান ও প্রেমের প্রকৃত সাধনার ক্ষেত্রই এই মর্তলোক | এই পৃথিবী কর্মক্ষেত্র | জ্ঞান ও প্রেমের যুগ্ম বিকাশের সাধনভূমি এই জগত |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment