Friday 25 October 2019

মৃত্যুকে অতিক্রম করাই সর্বোচ্চ কর্ম


মৃত্যুকে অতিক্রম করাই সর্বোচ্চ কর্ম
-----------------------------------------------

দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকর্ম -- যে কোন বৃত্তিই হোক, তা গৌণ | জীবনের মুখ্য ও অন্তিম উদ্দেশ্য মৃত্যুকে জয় করা, অর্থাৎ, আত্মজ্ঞানসহায়ে অমরত্বলাভ | বিবর্তনের এই শেষ পরিণতি আশার আলো জাগায় ও পার্থিব জীবনরূপ শোকাঙ্কের পরিসমাপ্তি আনন্দসত্তা উন্মোচনে পরিপূর্ণতা লাভ করে |

নিজেকে জানার মাঝেই জীবনের চূড়ান্ত সাফল্য ; বাকি সবই কমবেশী বাতুলতামাত্র, বিবর্তনের সুদূরসহায়ক | কর্মের প্রতিটি প্রয়াসই তার প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন প্রভাব রেখে যায় চিত্তের গভীরে | তাই সকল কর্মেরই মর্যাদা প্রাপ্য | কিন্তু আধ্যাত্মিক সাধনার দ্বারা যে অপরোক্ষানুভূতিলাভের প্রচেষ্টা, তার তুলনায় আর সবই ম্লান | এই মৃত্যুর সাধনাই তাই স্বামীজী-প্রদর্শিত, এই মৃত্যুঞ্জয়ী হওয়ার প্রয়াসই যুগধর্ম |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

আলোকচিত্র : স্বামী বিজ্ঞানানন্দ

No comments:

Post a Comment