'দা বেঙ্গল ফাইল্স'
'দা বেঙ্গল ফাইল্স'
●●●●●●●●●●●●●
বাঙালীরা একটু লেখাপড়া করলেই জানতে পারবে ১৯৪৬এ ১৬ অগস্ট কলকাতার বুকে কি ঘটেছিল, তারপর নোয়াখালি তথা গোটা পূর্ববঙ্গে কী নারকীয় অত্যাচার সহ্য করতে হয়েছিল হিন্দুদের যার ফলে শেষে জিন্নার পরিকল্পনা মত দেশভাগ হয়েছিল | হয়ত' 'দা বেঙ্গল ফাইলস' ছবিটা দেখলে সে বিষয়ে সাধারণ বাঙালী একটা আঁচ পেত | কিন্তু ছবিটা প্রেক্ষাগৃহ না পেলে ত' আর বাঙালী সে সুযোগ পাবে না | বাংলা বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ হয়েছিল | দেশভাগের পরে পশ্চিম ও পূর্ব পাকিস্তানে সমানে হিন্দুনিগ্রহ হয়েছে | আজও পাকিস্তান ও বাংলাদেশে তা অব্যাহত |
গণমাধ্যমের যুগ | নিছক প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখাতে দেওয়া না হলেই কি সত্য চাপা যাবে ? যাবে না | যদি বাঙালীরা আলস্য ত্যাগ করে একটু পড়াশোনা করে, ত' সব জলের মত পরিষ্কার হয়ে যাবে | এ ত' একটি বছরের কথা মাত্র | হিন্দু ত' মুসলমান আক্রমণকারীদের দ্বারা সেই ৬৩৬ সাল থেকে আক্রান্ত, অর্থাৎ, প্রায় ১৪০০ বছর | ৭১২ সালে সিন্ধুপতন | সেই সময় থেকেই ত' হিন্দুর মন্দির ধ্বংস, সংস্কৃতিবিনাশ, হিন্দু নারীর বলাৎকার, আরব বাজারে দুই দিনারে বিক্রয়, হিন্দুহনন, ধর্মান্তরণ, আরও কত অকথ্য অত্যাচার | এসব যদি বাঙালীরা না জানতে চায় আলস্য ও ইন্দ্রিয়াসক্তিহেতু, ত' একটি চলচ্চিত্র সেই আত্মবিস্মৃত জাতিকে কতটা জাগাতে পারত সে বিষয়ে সন্দেহ থেকে যায় | অতএব, ছবিটা না দেখতে পেলে খুব যে একটা কিছু ক্ষতি হবে চেতনার, তা মনে হয় না | এই ভাবে সান্ত্বনা পাওয়া আর কি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment